Petro Price Hike: জেলায় জেলায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার, প্রতিবাদে পেট্রোল পাম্প 'ব্ল্যাক আউট'
কলকাতাকে পিছনে ফেলে রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করল। দার্জিলিংয়ে দাম দাঁড়ালো লিটার প্রতি ১০০ টাকা ৪৮ পয়সা। আলিপুরদুয়ারে পেট্রোলের দাম ১০০ টাকা ১০ পয়সা। অন্যদিকে দক্ষিণবঙ্গেও পেট্রোলের দাম বেড়েছে। পুরুলিয়ায় পেট্রোলের দাম ১০০ টাকা ৫ পয়সা। কোচবিহারে পেট্রোলের দাম লিটারপ্রতি ১০০ টাকা ১ পয়সা। প্রসঙ্গত আজ কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৯৯ টাকা ৪ পয়সা।
দার্জিলিং ও জলপাইগুড়িতে ট্যুরিস্ট ট্যাক্সি পরিষেবা চালু করা হয়ছে। পেট্রোলের এই লাগাতার দাম বৃদ্ধিতে ভাড়া বেড়ে দ্বিগুণ হয়েছে। শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে প্রায় দ্বিগুণ ভাড়া হাঁকছেন গাড়ি চালকরা। অন্যদিকে, পেট্রোলের দাম বৃদ্ধির জন্য মার খাচ্ছে ব্যবসা। তাই বিক্ষোভ দেখানোর পথে হাঁটছে পশ্চিমবঙ্গ পেট্রোল ডিলারস অ্যাসোসিয়েশন। প্রতি দিন ৩০ মিনিট পেট্রোল পাম্প ব্ল্যাক আউট করা হবে। বন্ধ রাখা হবে সমস্ত পেট্রোল পাম্প।