Petrol Price Hike Protest: তেলের দাম বৃদ্ধির প্রতিবাদ, বিজেপি ছাড়ছেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়
কেউ ছাড়ছেন তো কেউ ফিরছেন। পেগাসাস কাণ্ড থেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মোদি সরকারের বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। অন্যদিকে, বিজেপির (BJP) অন্দরেও জোরালো হচ্ছে ক্ষোভের সুর। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবার বিজেপি ছাড়ার কথা ঘোষণা করলেন অভিনেতা অনিন্দ্যপুলক বন্দ্যোপাধ্যায়। ২০১৯ সালে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নারদকাণ্ডের তদন্তে সিবিআইয়ের (CBI) তৃণমূলের (TMC) নেতা-মন্ত্রীদের গ্রেফতার নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। অন্যদিকে বিরোধীদের প্রাতঃরাশ বৈঠকেও পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে আলোচনা করা হয়। এর আগে পেগাসাস কাণ্ডের প্রতিবাদে সংসদে তৃণমূলের সঙ্গে গলা মিলিয়েছেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল (Sunil Mondol)। যাঁর সঙ্গে বিজেপিতে যোগদানের আগে বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিন অমিত শাহের (Amit Shah) সেই মঞ্চে দেখা গিয়েছিল সুনীল মণ্ডলকে। এখন অবশ্য বর্ধমান পূর্বের সাংসদ দাবি করছেন তিনি তৃণমূলেই আছেন। বিজেপির অস্বস্তি বাড়িয়ে সক্রিয় রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। যদিও সোমবার আবার জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে বৈঠকের পর অবস্থান পাল্টে রাজনীতি থেকে দূরে থাকলেও সাংসদ পদ না ছাড়ার কথা জানিয়েছেন তিনি।