PM Modi Speech: 'আত্ম-সচেতনতা, আত্মবিশ্বাস ও নিঃস্বার্থতা, এই ‘সেলফ-৩ হোক উন্নতির পথ', খড়গপুর আইআইটির সমাবর্তনে পড়ুয়াদের বার্তা মোদির

Continues below advertisement

খড়গপুর আইআইটি-র (Kharagpur IIT) ৬৬তম সমাবর্তন অনুষ্ঠানে ভার্চুয়াল পদ্ধতিতে ভাষণ দেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেখান তিনি বলেন, বিজ্ঞান-প্রযুক্তি, দেশের প্রশাসনিক ব্যবস্থায় নতুন পরিবেশ গড়ে তুলতে হবে। ছাত্রছাত্রী ও প্রাক্তনীদের উদ্দেশ্যে মোদি বলেন, ক্যাম্পাস থেকে বেরিয়ে দেশের কোটি কোটি মানুষের জীবনে পরিবর্তনের জন্য নিজেই স্টার্টআপ (Startup) হতে হবে। প্রাক্তনীদের হাতে থাকা ডিগ্রি কোটি কোটি মানুষের আশার আকাঙ্ক্ষাপত্র, যা আপনাদের পূরণ করতে হবে। বর্তমানের পাশাপাশি ভবিষ্যৎকেও সামনে রেখেই আজ কাজ করে যেতে হবে। আত্ম-সচেতনতা, আত্মবিশ্বাস ও নিঃস্বার্থতা, এই ‘সেলফ-৩’-কে (Self-3) সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কাল যা আবিষ্কারের প্রয়োজন, তা আজ আবিষ্কার করতে হবে, বললেন মোদি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram