Rain in North Bengal: আলিপুরদুয়ার-কোচবিহারে জারি লাল সতর্কতা, শনিবার পর্যন্ত উত্তরবঙ্গজুড়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – রাজ্যজুড়ে ঘনঘোর বরষা। উত্তরবঙ্গে (North Bengal) দফায় দফায় প্রবল বৃষ্টি। মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গে (South Bengal)। নদীতে জলস্তর বাড়ায় নিচু এলাকা জলমগ্ন হওয়ার সম্ভাবনা। প্রবল বৃষ্টিতে দার্জিলিং (Darjeeling) ও কালিম্পংয়ে (Kalimpong) পাহাড়ে ধসের আশঙ্কা। আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তরপ্রদেশ (Uttar Pradesh) থেকে বিহার (Bihar) হয়ে অসম (Assam) পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা। তার জেরে উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হচ্ছে। আগামী ৪ দিন বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে আবহাওয়া দফতরের পূর্বাভাস। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার (Cooch Behar), দুই দিনাজপুর, মালদা উত্তরবঙ্গের - এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ারের একাংশে জারি লাল সতর্কতা। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। লাল সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ারে (Alipurduar)। শুক্রবারও ভারী থেকে অতিভারি বৃষ্টির সতর্কতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং ও মালদায় (Malda)।