Rakesh Singh Arrest: পুলিশি-অভিযানে বাধা, আদালতে পেশ করা হল রাকেশ সিংহের ২ ছেলেকে

মঙ্গলবার গ্রেফতারির পর বুধবার আদালতে পেশ করা হল বিজেপি (BJP) নেতা রাকেশ সিংহের (Rakesh Singh) দুই ছেলেকে। তার আগে ডাক্তারি পরীক্ষার জন্য তাঁদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম (SSKM) হাসপাতালে। রাকেশ সিংহের বাড়িতে পুলিশি (Police) অভিযানে (Raid) বাধা দেওয়ার কারণে গ্রেফতার করা হলেছিল তাঁর দুই ছেলেকে। প্রসঙ্গত, মাদকপাচার (Drug) মামলায় মঙ্গলবার দুপুরে বিশাল পুলিশ বাহিনী হাজির হয় রাকেশ সিংহের আলিপুরের (Alipur) বাড়িতে। প্রায় ২ ঘন্টা তাঁদের বাড়িতে ঢুকতে বাধা দেয় রাকেশের দুই ছেলে। এই অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়। পাশাপাশি ওই দিন গলসি থেকে গ্রেফতার করা হয় রাকেশ সিংহ ও তাঁর সঙ্গীকে। তাঁদেরও আজ আদালতে পেশ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola