Shooting Attack: প্রকাশ ঝা-র শ্যুটিংয়ে বজরং দলের 'হামলা', পরিচালকের গায়ে কালি, ববি দেওলকে হুমকি। Bangla News

বলিউড পরিচালক প্রকাশ ঝা-র (Prakash Jha) শ্যুটিং সেটে হামলা চালানোর অভিযোগ উঠল বজরং দলের (Bajrang Dal) সদস্যদের বিরুদ্ধে। পরিচালকের গায়ে কালি ছেটানো, অভিনেতা ববি দেওলকেও (Bobby Deol) হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মধ্যপ্রদেশের ভোপালে গতকাল ওয়েব সিরিজ আশ্রম থ্রি-র শ্যুটিং চলছিল। বজরং দলের দাবি, প্রকাশ ঝা-র ওয়েব সিরিজে হিন্দুত্বের অবমাননা হয়েছে। অভিযোগ, এরপরই সেটে হামলা চালায় তারা। ভোপালে শ্যুটিং করা যাবে না বলে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বজরং দল। এফআইআর দায়ের করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola