Mamata On The Meeting With Modi: 'আগে বলত সব কা সাথ, এখন বলছে সব ঠিক হ্যায়', মোদিকে কটাক্ষ মমতার

আজ করোনা মোকাবিলা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। বৈঠকে অংশ নেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেন, "প্রধানমন্ত্রীর ফর্মুলা মানলে, দেশে ভ্যাকসিন দিতে ১০ বছর লাগবে। এখন ৮ কোটি ৬০ লক্ষ ভ্যাকসিন চাইছি। বলেছি কারখানা করতে চাইলে, জমি দেব। আমাকে ভ্যাকসিন দিলে তিন মাসের মধ্যে সবাইকে দেব। বারবার দুই ভ্যাকসিনের মধ্যে সময়সীমা পাল্টানো হচ্ছে। ভ্যাকসিন নেই বলে, বারবার সময়সীমা পাল্টাচ্ছে। চাইলে ওষুধ পর্যন্ত দিচ্ছে না, সবই তো কেন্দ্রের কাছে। আগে বলত সব কা সাথ, এখন বলছে সব ঠিক হ্যায়। দিল্লিতে রাজা বসে এসব বলছে। আমাদের অক্সিজেন কেড়ে অন্য রাজ্যে দেওয়া হচ্ছে। এক একরকম দামে ওষুধ দেওয়া হচ্ছে। অক্সিজেনে জিএসটি নেওয়া হচ্ছে। ভেবেছিলাম আমাদের বলতে দেওয়া হবে। আমরা ক্রীতদাস নই।"

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola