Sitalkuchi Firing: শীতলকুচি গুলিকাণ্ডে ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব সিআইডি-র

Continues below advertisement

শীতলকুচি গুলিকাণ্ডে এবার ২ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে তলব করল সিআইডি। কালই ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানায় কেন্দ্রীয় বাহিনী। আবেদন নাকচ করে দেয় সিআইডি। ২ সিআইএসএফ অফিসার-সহ কেন্দ্রীয় বাহিনীর ৬ জনকে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনীর ওই ৬ জন শীতলকুচির ১২৬ নম্বর বুথের দায়িত্বে ছিলেন। সিআইডি সূত্রে খবর, এদের মধ্যে একজন ডেপুটি কম্যাড্যান্ট, চারজন কনস্টেবল ও একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন। কী কারণে গুলি চালানো হয়েছিল, তা জানতেই কেন্দ্রীয় বাহিনীকে জিজ্ঞাসাবাদ করবে সিআইডি। এর পাশাপাশি, শীতলকুচি গুলিকাণ্ডে আজ তলব করা হয়েছে মাথাভাঙার আইসি-সহ আরও ২ জন পুলিশ অফিসারকে। এই ২ অফিসারের মধ্যে রয়েছেন মাথাভাঙা থানার এএসআই সুব্রত মণ্ডল ও রাফা বর্মন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram