Snowfall: বরফ দেখতে সান্দাকফুতে পর্যটকদের ভিড়, গতকাল ছাঙ্গুতে আটকে পড়েন প্রায় চারশো পর্যটক। Bangla News

Continues below advertisement


কলকাতায় যখন পারদ উর্ধ্বমুখী, তখন বরফ দেখতে সান্দাকফুতে পর্যটকদের ভিড়। গতকাল থেকে শুরু হয়েছে তুষারপাত। বরফের চাদরে ঢেকেছে সিঙ্গালীলা ন্যাশানাল পার্ক। কনকনে ঠাণ্ডার সঙ্গে উপরি পাওনা তুষারপাত। ফলে খুশি পর্যটকরা। অন্যদিকে সিকিমের লাচেন ও ছাঙ্গুতেও বরফ পড়া শুরু হয়েছে। গতকাল ছাঙ্গুতে আটকে পড়েন প্রায় চারশো পর্যটক। তাদের উদ্ধার করে সেনা ক্যাম্পে রাখা হয়েছে। আবহাওয়ার উন্নতি হলেই আনা হবে তাদের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram