Suvendu Adhikari: ৬ মাসের মধ্যে জিতে আসার কথা বলা আছে, তার পরে কী হবে? মুখ্যমন্ত্রীকে কটাক্ষ শুভেন্দুর
আজ বিজেপি নেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, "হরিণঘাটার মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রি করছে রাজ্য সরকার। মেট্রো ডেয়ারির শেয়ার বিক্রির তদন্ত করছে ইডি (ED)। অনেক রাঘববোয়ালের নাম তদন্তে বেরোবে। মাত্র ৮৫ কোটি টাকায় রাজ্যের শেয়ার বিক্রি করা হয়েছে। ১৫ দিন পরে মাত্র ১৫% শেয়ার ৫০০ কোটি টাকায় বিক্রি। হলদিয়া পেট্রোকেমিক্যালে রাজ্যের শেয়ার আগেই বিক্রি। কলকাতায় ট্রামের সব জমি প্রোমোটারদের কাছে বিক্রি করা হচ্ছে। ইলেকশন বন্ডে বা কালো টাকায় প্রোমোটারদের বিক্রি করা হচ্ছে। অন্ডাল বিমানবন্দরে ৪০০ কোটি টাকা অন্য সংস্থাকে দেওয়া হচ্ছে। অথচ ডিপিএল (DPL) বাঁচানোর জন্য ঋণ নেওয়া যায় না। এখন রাজ্যের ঋণের পরিমাম ৪ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা। এই মুখ্যমন্ত্রী শিল্পায়নের কথা জানেন না। রাজ্যের অধীনে থাকা লিলি বিস্কুটের মতো বহু সংস্থা বিক্রি।"
শুভেন্দু আরও বলেন, "জাল ভ্যাকসিন পৃথিবীর কোথাও হয়নি, এমপিও নিয়ে নিচ্ছে। এই সরকারের আমলে সব ভুয়ো আইপিএস (Fake IAS), ভুয়ো আইনজীবী। সব জায়গায় বলে দিয়েছে, করোনা রিপোর্ট কম দেখাতে হবে। নন ইলেকটেড মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন করোনা কম দেখাতে হবে। ৬ মাসের মধ্যে জিতে আসার কথা বলা আছে, তার পরে কী হবে? উত্তরাখণ্ডে আমরা মুখ্যমন্ত্রী বদলে দিয়েছি, এখানে কী হবে? সব জায়গায় পুরনো কমিটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে। এরা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় থাকতে চায়। কনস্টেবলের পরীক্ষায় চাকরি পেয়েছে, নিয়োগ নেই। বিক্ষোভ বাড়ছে, বালির বাঁধ দিয়ে এসব আটকাতে পারবে না। আন্তর্জাতিক বাজারের সঙ্গে পেট্রোলের দাম ঠিক করে দিয়েছে ইউপিএ (UPA) সরকার। এখন এই সরকারের কিছু করার নেই। ভোটের সময় ১ টাকা ছেড়েছিল তৃণমূল সরকার। এখন আগে সেস ছেড়ে পথ দেখাক রাজ্য সরকার। রাজ্য নিজের ভাগ ছাড়লে, আমরা দিল্লিতে গিয়ে চাপ দেব।"