Tathagata Roy Tweet: 'শুধু খেলা নয়, ভিক্ষা হবে, মোচ্ছব হবে, চাকরি হবে না', ট্যুইটে মমতাকে কটাক্ষ তথাগতর

Continues below advertisement

খেলা হবে স্লোগান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন তথাগত রায় (Tathagata Roy)। তিনি ট্যুইট করেছেন, "খেলা হবে, খেলা হবে। রাজ্যজুড়ে, ভারতজুড়ে খেলা হবে। শুধু খেলা নয়, ভাতা হবে। ভিক্ষা হবে। মোচ্ছব হবে। শুধু চাকরি হবে না। 

বিধানসভা নির্বাচনে খেলা হবে স্লোগানের মধ্যে ঝড় তুলেছিল তৃণমূল (TMC)। ভোট প্রচার যত এগিয়েছে ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গলায় বেশি করে শোনা গেছে এই স্লোগান। শেষ অবধি বিধানসভা নির্বাচনের ফল দাঁড়িয়েছে ২১৩, ৭৭। আর এই রেজাল্টের পরই ২০২৪-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে "খেলা হবে" স্লোগান তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার বাংলার গণ্ডি ছাড়িয়ে খেলার ডাক দিলেন তিনি। পাল্টা "খেলা হবে" স্লোগান নিয়ে আক্রমণ করেছে বিজেপিও।  

মমতা বলেন, "খেলা একটা হয়েছে, আবার হবে। বিজেপিকে যতদিন না দেশ থেকে তাড়াচ্ছি, রাজ্যে রাজ্যে খেলা হবে। ১৬ অগাস্ট রাজ্যে খেলা হবে দিবস পালিত হবে।" বিজেপি সরকারকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "রবীন্দ্রনাথ ঠাকুরের নামও সিলেবাস থেকে বাদ দিয়েছে। করোনার থেকেও বড় ভাইরাস বিজেপি। দেশে এখন গুলি আর গালির রাজনীতি চলছে, তাই সুপ্রিম কোর্টের বিচারপতিদের কাছে স্বতঃপ্রবৃত্ত মামলা দায়েরের অনুরোধ।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram