Tathagata Roy Controversy: 'নগরীর নটি-ফিটার মিস্ত্রি-ক্লাস এইট পাস', একাধিক বাক্যবাণের জের, দিল্লিতে ডাক পড়ল তথাগতর

Continues below advertisement

নগরীর নটির পর ফিটার মিস্ত্রি। ক্লাস এইট পাস। ফের তথাগত রায়ের (Tathagata Roy) নিশানায় বিজেপির একাংশ। ট্যুইটারে এহেন ভাষায় কটাক্ষ করে আবারও বিজেপির (BJP) কোন্দল সামনে নিয়ে এলেন প্রাক্তন রাজ্য সভাপতি (Former State President)। আর এই পরিস্থিতিতে তাঁকে দিল্লিতে (Delhi) তলব করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর সেটাও নিজেই ট্যুইট করে জানালেন তথাগত রায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram