TMC vs BJP in WB: শ্বশুর BJP কর্মী, খড়গপুর জননী সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা থেকে 'বঞ্চিত' অন্তঃসত্ত্বা, অভিযোগ

Continues below advertisement

সরকার সবার। কিন্তু সরকারি প্রকল্প নিয়ে পশ্চিম মেদিনীপুরে আমরা-ওরার অভিযোগ। শ্বশুরমশাই বিজেপি করেন। তাই বৌমা সরকারি প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত বলে অভিযোগ উঠেছে খড়গপুরে। কাঠগড়ায় তৃণমূল (TMC)। অন্তঃসত্ত্বা দুর্গা দাসের দাবি, তাঁর স্বামী কিছু দিন আগে জননী সুরক্ষা যোজনায় নাম লেখাতে যান খড়গপুর দুই নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত পপরআড়া পঞ্চায়েতে। অভিযোগ, গৃহকর্তা বিজেপি (BJP) করেন বলেন ফিরিয়ে দেওয়া হয় দুর্গা দাসের স্বামীকে। যুবকের মুখে কাগজ ছুড়ে মারার অভিযোগও উঠেছে। তৃণমূলের পাল্টা দাবি, এই অভিযোগ মনগড়া। সরকারি প্রকল্পে বঞ্চনার অভিযোগ নিয়ে খড়গপুর দুই নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, বিপিএল (BPL) তালিকাভুক্ত হলেই জননী সুরক্ষা যোজনার সুবিধা মেলে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। 

এদিকে নিজের খাসতালুকেই আক্রান্ত তৃণমূলের উপপ্রধান তথা অঞ্চল সভাপতি। সরকারি কাজের খোঁজ খবর নিতে গিয়ে ক্যানিংয়ে লস্করপাড়ায় মার খেলেন তৃণমূল (TMC) নেতা। ইয়াসের পর সুন্দরবন অঞ্চলে মোট পাঁচ কোটি ম্যানগ্রোভ বসানোয় জোর দিয়েছে নবান্ন। সেই কাজেরই তদারকি করতে গিয়ে রবিবার ক্যানিংয়ের ইটখোলা লস্করপাড়ায় যান তৃণমূলের অঞ্চল সভাপতি। অভিযোগ, এলাকায় যেতেই তাঁর গাড়ি থামায় কয়েকজন দুষ্কৃতী। গাড়ি থেকে নামতেই তৃণমূল নেতাকে লাঠি, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূলের উপপ্রধানের দেহরক্ষী রিভলবার উঁচিয়ে এগিয়ে এলে হামলাকারীরা পালায়। মাথায় ও পিঠে আঘাত নিয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা। উপপ্রধানের ওপর হামলায় কারা যুক্ত? রাজনীতি নাকি ব্যক্তিগত শত্রুতা? সবদিক খতিয়ে দেখছে ক্যানিং থানার পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram