Corona vaccine: ভ্যাকনিসেশন ক্যাম্প করতে গেলে লাগবে স্বাস্থ্য দফতরের আগাম অনুমতি, নয়া বিধি রাজ্যের

Continues below advertisement

বেসরকারি টিকাকরণ কেন্দ্র নিয়ে রাজ্যের নয়া বিধি। এখন থেকে ভ্যাকনিসেশন ক্যাম্প করতে গেলে লাগবে স্বাস্থ্য দফতরের আগাম অনুমতি। স্বাস্থ্যভবনের আধিকারিকরা আগে টিকাকরণ কেন্দ্রগুলি পরিদর্শন করবেন। পরিদর্শনের পর মিলবে অনুমতি। অনুমতিপত্র স্থানীয় থানা ও বরো অফিসে পাঠাতে হবে। টিকাদান কেন্দ্রে টাঙিয়ে রাখতে হবে অনুমতিপত্র। জেলায় ক্যাম্প করতে গেলে নিতে হবে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অনুমতি। টিকাকরণ কেন্দ্র নিয়ে দায়িত্বে একজন নোডাল অফিসার। ক্যাম্পের আয়োজকদের জানাতে হবে কোথা থেকে টিকা নেওয়া হয়েছে। কোনও নিয়মভঙ্গ হলে বাতিল হবে ক্যাম্পের অনুমতি। কাদের টিকা দেওয়া হয়েছে? টিকাকেন্দ্রগুলি জানাবে সপ্তাহের শেষে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram