WB Corona Update: রাজ্যে আরও কমল করোনার সংক্রমণ, নেমে এল ৯ হাজারের নীচে

Continues below advertisement

করোনার সংক্রমণ আরও কমল বঙ্গে। মঙ্গলবারের পর তা আরও কমে নেমে এল ৯ হাজারের নীচে। স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। তবে করোনায় মৃত্যুর নিরিখে উদ্বেগ এখনও কমেনি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও১৩৫ জনের মৃত্যু হয়েছে করোনায়।

কলকাতা ও উত্তর ২৪ পরগনা - করোনায় মোট সংক্রমণ ৩ লক্ষের গণ্ডি পেরনোর দোরগোড়ায় দাঁড়িয়ে এই দুই জেলা। স্বজনহারার সংখ্যা ক্রমশ বাড়ছে। 

স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬০ জন করোনা আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৪০। গত ২৪ ঘণ্টায় উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৪৩ জনের! কলকাতায় মারা গেছেন ৩৮ জন। 

করোনা সংক্রমণের ক্ষেত্রে ভ্যাকসিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু, কেন্দ্রীয় সরকারের টিকা-নীতি নিয়ে বারবার প্রশ্ন তুলেছে বিরোধীরা। বুধবার এই সংক্রান্ত একটি মামলায় মোদি সরকারের কড়া ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। আর এদিনই কেন্দ্রকে কার্যত ভ্যাকসিন নীতি বদলানোর পরামর্শ দিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram