WB Corona Updates: 'বাংলার অক্সিজেন সাপ্লাই চেন উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে', কেন্দ্রকে তোপ মমতার
শুক্রবার মোদি সরকারের বিরুদ্ধে অক্সিজেন নিয়ে অভিযোগ তুলে তীব্র অসন্তোষ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলাকে ভাতে মারতে চাইছে কেন্দ্র। বাংলাকে অক্সিজেন দেওয়া হচ্ছে না। বাংলার অক্সিজেন সাপ্লাই চেন উত্তরপ্রদেশে নিয়ে যাচ্ছে।' তার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্ক বিধি মেনে চলেনি কেন্দ্র। যদিও এই সমস্ত অভিযোগই ভিত্তিহীন বলে দাবি করেছে বিজেপি।
বহরমপুর মাতৃ সদনে কোভিড পরীক্ষার তারিখ পেতেই লাগছে দুই সপ্তাহ। পরীক্ষা না হওয়ায় চূড়ান্ত উদ্বেগে অসুস্থ মানুষজন। করোনা পরীক্ষার পরে সাত দিন গড়ালেও রিপোর্ট পাননি বৈষ্ণবঘাটার বধূ। আরটিপিসিআর টেস্টের রিপোর্ট ২৪ ঘণ্টার মধ্যে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ রাজ্যের।
জেলা থেকে কলকাতা, সর্বত্রই ভ্যাকসিনের টান। কোথাও মিলছে না ভ্যাকসিনের প্রথম ডোজ। কোথাও আবার কয়েক ঘণ্টা লাইন ঠেলেও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাচ্ছেন না প্রবীণরা।