West Bengal Corona Update: কমছে সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ১,৮৫২

Continues below advertisement

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ফের ২ হাজারের নিচে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১,৮৫২ জন। গতকালের থেকে রাজ্যে বাড়ল করোনায় মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের। রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ২,০৩৭ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে আক্রন্ত ২০৭ জন। মৃত্যু হয়েছে ১৫ জনের। কলকাতায় একদিনে আক্রান্ত হয়েছেন ১৭২ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।  

অন্য়দিকে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, আইসিএমআর (ICMR) এবং ভারত বায়োটেকের কোভিড (Covid) টিকা কোভ্যাকসিনের (Covaxin) ট্রায়ালের ফলাফল প্রকাশ করা হল। তথ্য অনুযায়ী, কোভ্যাকসিনের তৃতীয় দফার ট্রায়াল ৭৭.৮ শতাংশ ক্ষেত্রে কার্যকর হয়েছে। ভারত বায়োটক সূত্রে খবর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি বৈঠক অনুষ্ঠিত হবে কয়েকদিনের মধ্যে। সেই বৈঠকে এই কোভ্যাকসিনের তথ্য পেশ করা হবে। এই বৈঠক করোনা পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ। কারণ, এই টিকা সারা বিশ্বের কোথায় কোথায় স্বীকৃত হবে তা বিবেচনা করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আজ ভারত সরকারের ড্রাগ কন্ট্রোলের বিশেষ কমিটির কাছে টিকার ট্রালায়ের তথ্য পেশ করেছে ভারত বায়োটেক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram