West Bengal District News: বেডের আকাল সামালাতে বাঁকুড়ায় সেফ হোম চালুর উদ্যোগ পুরসভার, সঙ্গে অন্য খবর
শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তমলুকে শহিদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা দিবাকর জানা। তার পাশাপাশি অনাস্থা প্রস্তাব পাশ করিয়ে পদ থেকে সরিয়ে দেওয়া হল রঘুনাথপুর ২ ও কাকরদা গ্রাম পঞ্চায়েতের দুই প্রধানকে। রামপুরহাট মেডিক্যাল কলেজে করোনা (Corona) রোগীর আত্মীয়দের বিক্ষোভ। অভিযোগ, হাসপাতালের কোভিড ওয়ার্ডে মিলছে না পরিষেবা। দেখভালের জন্য নেই কোনও নার্স বা স্বাস্থ্যকর্মী।
পিংলায় কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ বাড়িতে কাজ করতে আসা রাজমিস্ত্রির বিরুদ্ধে। অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মালদার ইংরেজবাজারে তৃণমূল (TMC) কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীর দোকানেও চলে ভাঙচুর। হুগলিতে বেআইনিভাবে অক্সিজেন মজুত রাখার অভিযোগ। উত্তরপাড়ার একটি গোডাউনে হানা দেন কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও চন্দননগর কমিশনারেটের আধিকারিকরা। বেডের আকাল সামাল দিতে বাঁকুড়ায় (Bankura) সেফ হোম চালুর উদ্যোগ নিল স্থানীয় পুরসভা। সেইসঙ্গে কোভিড আক্রান্তদের চিকিৎসাকেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বিনামূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা চালু হল।