Bengal District News: বৃষ্টি হলেই জল থইথই টিকিয়াপাড়া রেলইয়ার্ড, রেল-পুরসভা দায় ঠেলাঠেলি

Continues below advertisement

নিকাশি নালার সংস্কার না হওয়ায়, অল্প বৃষ্টিতেই ভেসে যায় টিকিয়াপাড়া রেলইয়ার্ড। ব্যাহত হয় ট্রেন (Train) চলাচল। পুরসভাকে জানিয়ে কোনও কাজ হয় না, অভিযোগ পূর্ব রেল (Eastern Railway) কর্তৃপক্ষের। হাওড়া পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের দাবি, সমস্যার পিছনে রেলেরও গাফিলতি রয়েছে। গাড়িতে ভুয়ো সরকারি স্টিকার লাগিয়ে রাস্তায় বেরনোর অভিযোগ। বালিতে নাকা চেকিংয়ের সময় পাঁচজনকে আটক করে পুলিশ। বর্ষার শুরুতে কার্শিয়ং মহকুমা হাসপাতালে শুরু জল যন্ত্রণা। ফাটা ছাদ আর ফাটা ছাউনি দিয়ে পড়ছে বৃষ্টির জল। হাসপাতালের ভিতর জল থইথই। সমস্যায় রোগী থেকে কর্মীরা। দ্রুত সমাধানের আশ্বাস সুপারের। দলবিরোধী কাজের অভিযোগ। বিজেপি থেকে বহিষ্কৃত মালদা (Malda) জেলা বিজেপির প্রাক্তন সভাপতি। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে অনাস্থা আনলেন তৃণমূলেরই সদস্যরা। অভিযোগ মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। মালদার দৌলতনগর গ্রাম পঞ্চায়েতে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। তা নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। সাইবার প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে গ্রেফতার করল আসানসোল দক্ষিণ (Asansol Dakshin) থানার পুলিশ। ধৃতদের থেকে উদ্ধার এটিএম কার্ড, ৬টি মোবাইল ফোন, ২ লক্ষ ১০ হাজার টাকা নগদ। চক্রে আরও কেউ জড়িত কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram