WB Elections 2021: ' পরিস্থিতি তেমন দাঁড়ালে TMC-কেই সমর্থন করব', বিস্ফোরক দাবি কংগ্রেস নেতা আবু হাসেমের

ভোট পরবর্তী সময়ে পরিস্থিতি তেমন দাঁড়ালে কংগ্রেস তৃণমূলকে সমর্থন করবে। ভোটের মুখে বিস্ফোরক দাবি মালদা (Malda) দক্ষিণের কংগ্রেস সাংসদ (Congress MP) ও কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী (Abu Hasem Khan Choudhury) ওরফে ডালু। তিনি বলেছেন, "যদি এমন পরিস্থিতি আসে যে বিজেপিকে (BJP) সমর্থন করতে হবে বা তৃণমূলকে (TMC), আমি ব্যক্তিগতভাবে তৃণমূলকে সমর্থন করব।"

 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola