West Bengal Election 2021: ব্রিগেডে নিজেরাই তাঁদের চরিত্রহনন করলেন, বাম-কংগ্রেসকে একযোগে আক্রমণ সুব্রতর
আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। সেখানে তিনি বলেন, "স্বাস্থ্যসাথীর সঙ্গে খাদ্যসাথী প্রকল্পও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একটি সামাজিক প্রকল্প চালু করেছেন। অন্য কোনও মুখ্যমন্ত্রী একসঙ্গে এত সামাজিক প্রকল্প চালু করতে পারেননি। বাংলার মতো জনস্বার্থমূলক প্রকল্প দেশের কোনও রাজ্যে নেই। খাদ্যসাথীতে ২০ লক্ষেরও বেশি মানুষ উপকৃত। বাংলায় বিনিয়োগ নিয়ে মোদি-শাহ ভাঁওতা দিচ্ছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৬৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক। সঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের মূলধন। তা সত্ত্বেও মোদি-শাহ বলছেন বিনিয়োগ হয়নি। গতকালের ব্রিগেড নিয়ে একযোগে বাম-কংগ্রেসকে আক্রমণ করেন। সুব্রত বলেন, "ব্রিগেডের মিটিংয়ে স্পষ্ট হল বাম-কংগ্রেস আর জাতপাত বিরোধী নেই। ব্রিগেডের মঞ্চে একাধিক বিচ্ছিন্ন ও দুর্বল ঘটনা ঘটেছে। সুব্রতর দাবি, ব্রিগেডে গতকাল নিজেরা নিজেদের চরিত্রহনন করেছে বাম ও কংগ্রেস। তিনি বলেন, আমরাও বলতাম কংগ্রেস-সিপিএম জাতপাতের রাজনীতি করে না। কিন্তু গতকাল ব্রিগেডে নিজেরাই তাঁদের চরিত্রহনন করলেন। জাতপাতের রাজনীতিতে বিজেপি ২ জন বন্ধু পেল। তারা হল কংগ্রেস ও সিপিএম।"