West Bengal Elections 2021: ব্রিগেডে সঞ্চালকের ভূমিকায় বাদশা, দৃপ্ত ভঙ্গিতে ঐশী

Continues below advertisement

বাম-কংগ্রেসের প্রথম ব্রিগেড। সেই ব্রিগেডেই ছক ভেঙে তরুণ ব্রিগেডকে সামনে আনল সিপিএম। সঞ্চালনার দায়িত্ব তুলে দেওয়া হল বাদশা মৈত্রকে। ঝাঁঝালো বক্তৃতায় মঞ্চ কাঁপালেন ঐশী ঘোষ, দীপ্সিতা ধররা। এইভাবেই প্রবীণের হাত থেকে নবীনের হাতে তুলে দেওয়া হল দায়িত্ব! এভাবেই রবিবারের ব্রিগেডের সভামঞ্চ দাপিয়ে বেরালো সিপিএমের তরুণ বিগ্রেড! অনেকটা ছক ভাঙা ছবি। অতীতে বিমান বসু (Biman Bose), মহম্মদ সেলিমদের (Md. Salim) মূলত দেখা যেত সঞ্চালকের ভূমিকায়। এদিন সেই বিমান বসুই সঞ্চালনার দায়িত্ব তুলে দিলেন বাদশা মৈত্রের (Badshah Moitra) হাতে। একেবারে দক্ষ সঞ্চালকের মতো সেই দায়িত্ব পালন করলেন বামপন্থী অভিনেতা। মাঝেমধ্যে রাখলেন ক্ষুরধার ভাষণও। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram