West Bengal Elections 2021: '৮০% কে ২ টাকা কিলো চাল খাওয়াতে হল কেন! চাকরি দিতে পারেননি বলেই', মমতাকে কটাক্ষ দিলীপের
Continues below advertisement
আজ থেকেই চালু হচ্ছে রাজ্য সরকারের মা প্রকল্প। এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এপ্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেন, "এক সময় লঙ্গর চলত, এখনও মানুষের কাছে খাওয়ার টাকা নেই। দিদিমণি প্রমাণ করলেন তিনি প্রশাসক হিসেবে সম্পূর্ণ ব্যর্থ।" তিনি যোগ করেন, "দিদিমণির কোনও প্রকল্প সফল হয়নি, সব লোক দেখানো। সাধারণ মানুষ জানেন সব।" পাশাপাশি খেলা হবে স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, "বাংলাদেশ থেকে স্লোগান ধার করে বাংলাকে গ্রেটার বাংলাদেশ বানাতে চেষ্টা করছে ওঁরা।"
Continues below advertisement
Tags :
Dilip Ghosh Mamata Banerjee Bengal Elections Bengal Election 2021 Bengal Polls WB Polls 2021 West Bengal Election West Bengal Elections West Bengal Election 2021 West Bengal Elections 2021 West Bengal Assembly Election West Bengal Assembly Elections West Bengal Assembly Elections 2021 WB Polls WB Election WB Elections WB Election 2021 WB Elections 2021 TMC BJP West Bengal Elections With ABP Ananda WB Polls 2021 With ABP Ananda Congress WB Elections With ABP Ananda Nabanna Mamata Banerjee Maa Project