Election 2021 Date: ভোটের দিন ঘোষণা নিয়ে কী বলছে TMC-BJP-Congress?
হস্পতিবার বিকেলে ঘোষণা হতে চলেছে বাংলা (Bengal) সহ ৫ রাজ্যের নির্বাচনের (Election) নির্ঘণ্ট। এদিন দিল্লিতে (Delhi) নির্বাচন কমিশন (Election Commission) দিন ঘোষণা করবে। ৭ থেকে ৯ দফায় ভোট হতে পারে বাংলায়। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেছেন, যেসব সংস্থা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত রাখতে পারে তাঁদের উপর চক্ষুলজ্জাহীন প্রভাব ফেলছে কেন্দ্রীয় সরকার (Central Government) ও বিজেপি (BJP)। কমিশনের কাছে তাঁর আবেদন, প্রভাবমুক্ত হয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো (Federal structure) অনুযায়ী যেন নির্বাচন (Vote) করা হয়। কংগ্রেস (Congress) সাংসদ (MP) প্রদীপ ভট্টাচার্যের (Pradip Bhattacharjee) বক্তব্য, কেন্দ্র ও রাজ্যের মন্ত্রীরা উদ্বোধনের কাজে ব্যস্ত থাকায় নির্বাচনের দিন ঘোষণায় দেরি হয়েছে। এর কারণে প্রার্থী মনোনয়নের (Nomination) জন্য সময় কম থাকবে বলে ধারণা তাঁর। এই প্রক্রিয়ায় যাতে কোন অসুবিধা না হয় তাঁর জন্য আবেদন কমিশনের কাছে। বিজেপির নেতা জয়প্রকাশ মজুমদার (Jayprakash Majumdar) জানিয়েছেন, যখন নির্বাচন হোক না কেন বিজেপি প্রস্তুত। নির্বাচন কমিশনের উপর তাঁদের আস্থা আছে যে শান্তিপূর্ণ নির্বাচন হবে। ভোট যেন লুঠ না হয় তা দেখতে হবে।