Yaas Cyclone Preparation: ঝাড়গ্রামে বাড়ি ছেড়ে সরকারি আশ্রয়ে যেতে নারাজ পরিবারকে নিতে পৌঁছলেন পুরসভার চেয়ারম্যান

Continues below advertisement

ঝাড়গ্রাম (Jhargram) ছুঁয়ে যেতে পারে ঘূর্ণিঝড় ইয়াস (Yaas)। তাই ঝাড়গ্রামে তৎপর হয়ে কাজ শুরু করেছে প্রশাসন। রাস্তায় নেমেছেন পুরসভার চেয়ারম্যান। কাঁচা বাড়িগুলি থেকে বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। যদিও কিছু বাসিন্দা বাড়ি ছেড়ে যেতে জারি হচ্ছেন না। একটি পরিবারে রয়েছেন এক অন্ধ মহিলা, তাঁর ছোট দুটি সন্তান এবং বাকি সদস্যরা। চিকিৎসা বিভ্রাটের জন্য অন্ধ হয়ে যান ওই মহিলা। হাঁটতেও পারেন না তিনি। বাড়ি ছেড়ে কোথায় যাবেন, তা বুঝতে পারছেন না। সরকারি আশ্রয়ে বহু মানুষকে একসঙ্গে থাকতে হয়। এটা অসুস্থ মানুষদের জন্য কঠিন বিষয়। তাই বাড়ি ছেড়ে যেতে চায় না এই পরিবার। তাঁদের নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে পৌঁছে যান পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram