Yaas Effect: সাগরের ঘোড়ামার দ্বীপে মর্মান্তিক ঘটনা, সাবধান করতে গিয়ে মৃত্যুর গ্রাসে বৃদ্ধ

Continues below advertisement

প্রকৃতির রুদ্র রোষ কত নির্মম হতে পারে তা মর্মান্তির অভিজ্ঞতা দিয়ে উপলব্ধি করছে এই দুটি পরিবার। বাচ্চু জানা আর রুল আমিন কায়েন দু'জনের জীবনের উপর দিয়েই আক্ষরিক অর্থে ঘূর্ণিঝড় বইয়ে দিয়েছে ইয়াস। দুই পরিবার সাগর ব্লকের ঘোড়ামারা দ্বীপের বাসিন্দা। পাঁচ বছর আগে প্রশাসনিক তথ্য অনুযায়ী ১৩০ বর্গ কিলোমিটার থেকে কমে ২৫ বর্গ কিলোমিটার। যার মধ্যে ১৬ বর্গ কিলোমিটার এলাকা উপকূলীয় অঞ্চল। ঢেউয়ের প্রভাবে সর্বহারা মানুষগুলোর মধ্যে একটা পরিবার হল জানা পরিবার। গৃহকর্তা ছিলেন ৭৫ বছরের বৃন্দাবন জানা।  ২৬ মে ইয়াস আছড়ে পড়ার দিন সকালে ঢেউ দেখে সবাইকে সতর্ক করতে বেরোন তিনি। শেষ পর্যন্ত জলোচ্ছ্বাসে তলিয়ে যান নিজেই। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram