লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া ব্যক্তিদের ফেরানো যেতে পারে বাসে, রাজ্যগুলিকে নির্দেশিকায় জানাল কেন্দ্র

Continues below advertisement
লকডাউনের জেরে আটকে পড়া হাজার হাজার শ্রমিক, পড়ুয়া, তীর্থযাত্রী কিংবা চিকিৎসার জন্য যাওয়া ব্যক্তিকে শর্তসাপেক্ষ নিজেদের রাজ্যে ফেরার ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। কিন্তু গোটা বিষয়টির ভার রাজ্য সরকার উপর ছেড়ে দিয়েছে মোদি সরকার। তারা জানিয়েছে, একমাত্র বাসে করে এই শ্রমিকদের আনার বা নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যেতে পারে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ভিন রাজ্য থেকে শ্রমিক বা অন্যদের ফিরিয়া আনতে রাজ্য সরকারগুলোকে নোডাল অফিসার নিয়োগ করতে হবে। আটকে পড়া শ্রমিকদের আনতে বা অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে প্রটোকল মানতে হবে। শ্রমিকদের সম্পর্কে তথ্য রাখতে হবে রাজ্যগুলিকে।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram