করোনা সংক্রমণ রুখতে আরও পাঁচদিন লকডাউন বাড়ল মালদার তিনটি জায়গায়। কোচবিহার পুর এলাকায় গতকাল থেকে কড়া লকডাউন। দুজায়গাতেই চোখে পড়েছে বিধিভঙ্গের ছবি।