Turkey Earthquake: তুরস্কে প্রবল ভূমিকম্প, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৮ | ABP Ananda Live
Turkey Earthquake: তুরস্কে (Turkey) প্রবল ভূমিকম্প (Earthquake)। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭ দশমিক ৮। তুরস্কজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বহুতল। এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর মিলেছে। ধ্বংসস্তূপের নীচে আরও অনেকের চাপা পড়ার আশঙ্কা। আজ ভোরে ভূমিকম্পের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্কের গাজিয়ানটেপ প্রদেশের নুরদাগি শহর। ১০ মিনিট পরেই আফটার শক। দ্বিতীয়বার কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৭। ভূমিকম্পের তীব্রতা এতটাই ছিল যে, লেবানন, সিরিয়া, গ্রিস, ইরানে প্রবল কম্পন অনুভূত হয়।