মুঠো মুঠো নম্বর! ৯০ শতাংশ পেয়েও অনিশ্চিত কলেজে ভর্তি
৯০ শতাংশ নম্বরেও নিশ্চিত হচ্ছে না আসন। করোনা সঙ্কটের মধ্যেই নজিরবিহীন সঙ্কট কলেজে ভর্তিতে। চিন্তায় পড়েছেন আবেদনকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, সঙ্কটের মূল কারণ নম্বরের বাড়বাড়ন্ত। কলেজ ভিত্তিক না হয়ে কেন্দ্রীয় স্তরে অনলাইনে ভর্তি হলে এড়ানো যেত এই দুর্ভোগ।
Tags :
Admission Trouble Students In Trouble College Admission Corona Crisis ABP Ananda LIVE Abp Ananda