রাতভর রাস্তা অবরোধের পর এক ঘণ্টার শিথিলতা, পুলিশের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত প্রেসিডেন্সির পড়ুয়াদের
Continues below advertisement
১৬ ঘণ্টা পার। কলেজ স্ট্রিটে এখনও চলছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের বিক্ষোভ। সকালের ব্যস্ত সময় যান চলাচলে সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে আলোচনার পর এক ঘণ্টার জন্য এম জি রোডে অবরোধ তুলে নিল পড়ুয়ারা। হিন্দু হস্টেল ফিরিয়ে দেওয়া ও হস্টেল কর্মীদের পুনর্বহালের দাবিতে গতকাল বিকেল ৫টা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রেসিডেন্সির পড়ুয়াদের একাংশ। কলেজ স্ট্রিট মোড়ে এম জি রোড অবরোধ করে শুরু হয় বিক্ষোভ। পরিস্থিতি স্বাভাবিক না হলে উপাচার্য অনুরাধা লোহিয়া কথা বলবেন না। রাস্তা অবরোধ করে সমস্যার সমাধান হবে না, জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Continues below advertisement