ভাইজাগের কারখানায় ফের গ্যাস লিক , ছড়াল আতঙ্ক
Continues below advertisement
গভীর রাতে ফের গ্যাস লিকে আতঙ্ক ভাইজাগে। লিক হওয়ায় ট্যাঙ্কার থেকে ফের বার হচ্ছিল গ্যাস। পরিস্থিতি মোকাবিলায় দমকল ও এনডিআরএফ। আশপাশে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত এলাকায় নজর রাখা হয়েছে। আরও ১০টি দমকল ইঞ্জিনকে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে ফোম ছড়ানোর বিশেষ ইঞ্জিনও। তৈরি রাখা হয়েছে একাধিক অ্যাম্বুলেন্স।
Continues below advertisement
Tags :
Visakhapatnam News Vizag Gas Tragedy Vizag Gas Leak Live Updates Visakhapatnam Gas Leak Styrene Gas VIZAG GAS LEAK Abp Ananda Visakhapatnam