Subhendu-Kunal Upadte: 'মেদিনীপুরে যা যা অভিযোগ ওঠে তার অর্ধেক শুভেন্দুর বিরুদ্ধে' বিজেপিকে বিঁধলেন কুণাল

‘ব্রিটিশ আমলকেও ছাপিয়ে গিয়েছে তৃণমূল জমানার অত্যাচার। ৩৪ বছরের বাম আমলেও এত অত্যাচার হয়নি বাংলায়। জাতীয় মানবাধিকার কমিশন বলেছে, বাংলায় আইনের শাসন নেই। বাংলায় আইনের শাসন নেই, শাসকের আইন চলছে। আমরা ভয় কাটাতে চাই বাংলায়। বিজেপি করলেই মিথ্যে মামলা দেওয়া হচ্ছে। পুলিশ দিয়ে, লুঠ করে জেতা পঞ্চায়েতকে দিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে।’ শনিবার মালদার জনসভা থেকে মন্তব্য শুভেন্দু অধিকারীর। এর পাল্টা আজ সাংবাদিক সম্মেলনে কুণাল ঘোষ বলেন, 'মেদিনীপুরে যা যা অভিযোগ ওঠে তার অর্ধেক শুভেন্দুর বিরুদ্ধে'

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola