Subodh Singh: ৬ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিং। ABP Ananda Live

Continues below advertisement

ABP Ananda Live: ৬ অগাস্ট পর্যন্ত জেল হেফাজতে গ্যাংস্টার সুবোধ সিং। সুবোধ সিং-এর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার জন্য আদালতে পুলিশের আবেদন মঞ্জুর। বেলঘরিয়ায় ব্যবসায়ীর ওপর হামলাকাণ্ডে আগে রওশন যাদবের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার আবেদন জানায় পুলিশ। ৬ অগাস্ট কণ্ঠস্বর পরীক্ষার দিন ধার্য হয়েছে। আজ সুবোধ সিং-এর কণ্ঠস্বরের নমুনা চেয়ে আদালতে আবেদন জানাল পুলিশ। পুলিশের আবেদন মঞ্জুর করে আদালত। রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের পর ED-র হাতে গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। CGO কমপ্লেক্সে প্রায় ১৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান গ্রেফতার । গ্রেফতার করা হয়েছে আনিসুরের দাদা, চালকল ব্যবসায়ী আলিফ নুরকেও। গতকাল সকাল সাড়ে এগারোটা নাগাদ ED-র তলবে CGO-তে হাজিরা দিয়েছিলেন দুই ভাই । ED সূত্রে দাবি, আলিফ নুরের চালকল রেশন বণ্টন দুর্নীতিতে ব্যবহারের যথেষ্ট প্রমাণ মিলেছে। আনিসুর ও তাঁর দাদা আলিফকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে অসহযোগিতার অভিযোগ। ধৃত দুই ভাইয়ের মেডিক্যাল পরীক্ষা হয়েছে জোকা ESI-তে। স্বাস্থ্য়পরীক্ষার পর আদালতে আনা হয়েছে আনিসুর-আলিফকে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram