Sera Bangali:দশক-দশক পাঠক গল্প দেখেছে তাঁর পেন্সিলের আঁচড়ে , শিল্পকলায় সেরা বাঙালি সুব্রত চৌধুরী | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: ‘পাণ্ডব গোয়েন্দা’ থেকে 'অদ্ভূতুড়ে'। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, বিমল কর, শীর্ষেন্দু মুখোপাধ্যায় থেকে রমাপদ চৌধুরী - লেখকদের তৈরি চরিত্রগুলোর অবয়ব তৈরি করে দিত তাঁর পেন্সিল। পাঠকরা বইয়ের পাতায় গল্প দেখাতেন তিনি। এবার এবিপি আনন্দ সেরা বাঙালিতে শিল্পকলায় সেরা শিল্পী সুব্রত চৌধুরী (Subrata Chowdhury)। বাঙালির কৃতিত্বকে এবিপি আনন্দর কুর্নিশ৷ সাহিত্য-সঙ্গীত-অভিনয় থেকে ক্রীড়া-শিল্পকলা-বাণিজ্য, বিভিন্ন ক্ষেত্রকে প্রতিভার আলোয় আলোকিত করেছেন যাঁরা, সীমার মাঝেও যাঁরা অসীম, বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের নজির গড়ে যাঁরা শীর্ষে, সেই সব কৃতী বাঙালিকে সম্মান জানিয়ে সম্মানিত এবিপি আনন্দ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram