Success Story : সুরজ তিওয়ারি I লড়াইয়ের অনুপ্রেরণা জোগান যিনি I থেমে যাওয়া নয়, এগিয়ে চলতে হয় I

Continues below advertisement

ABP Ananda Live: সুরজ তিওয়ারি (Suraj Tiwari)। যার লড়াই উপলব্ধি করার পর এটা মনে না হয়ে যায় না যে কত তুচ্ছ আমাদের কষ্টগুলো, তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেরিয়ে তো যাওয়াই যায়। সুরজ। পা নেই। দুটো হাত আছে বটে, তবে না থাকাই। মুখে লেগে আছে সবসময়ের প্রশান্তির, যুদ্ধজয়ের একটা হাসি। যার কাছে জীবনের যে কোনও চ্যালেঞ্জ সামনে দাঁড়াতে ভয় পাবে। একদম সাদামাটা, ছাপোষা মধ্যবিত্ত ঘরের ছেলে। JNU -তে পড়তে আসার পরই জানতে পারেন UPSC -র পরীক্ষার কথা। বাবা-মায়ের কোনও ধারণাই ছিল না এই পরীক্ষার বিষয়ে, চাকরির বিষয়ে। দুর্ঘটনায় দু পা , এক হাত হারিয়েও যে ঘুরে দাঁড়ানো যায়, দেখিয়ে দিয়েছেন। এখন কেন্দ্রীয় সরকারি অফিসার সুরজ। সুরজের মন্ত্র, চ্যালেঞ্জ আসবে। তাকে পেরিয়ে যাওয়াটাই লক্ষ্য। আর পেরোতেই হবে। থেমে যাওয়া নয়। চলতে হবে। প্রতিবেদনটি দেখুন, অনুপ্রাণিত হোন। কেমন লাগল জানান কমেন্ট বক্সে ফটো সৌজন্য - সুরজ তিওয়ারির ফেসবুক ও ইনস্টাগ্রাম। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram