করোনা নিয়ে প্রশাসনের তথ্য-বিভ্রাট, সমালোচনায় সুজন-দিলীপ
‘রাজ্যকে নিয়ে ছেলেখেলা করছে প্রশাসন। রাজ্যকে মৃত্যুপুরী বানানোর কাজ চলছে’, প্রশাসনের সমালোচনায় সরব বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, ‘আমরা সমস্তরকম সাহায্য করতে রাজি, কিন্তু প্রশাসনের উচিৎ সঠিক সংখ্যা সামনে আনা।‘ পাশাপাশি একই সুরে কথা বলেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, ‘তৃণমূল করোনার বিরুদ্ধে নয় রাজ্যপালের বিরুদ্ধে লড়ছে।‘
Tags :
Slamming Sujan Chakraborty Administration Corona State Abp Ananda CPI(M) West Bengal Covid-19 BJP TMC Dilip Ghosh