ABP News

Sunita William: মহাকাশ থেকে পৃথিবীতে পথে সুনীতা, গুজরাতের মেহেসনায় সুনীতার গ্রামে প্রার্থনা | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: মহাকাশ থেকে পৃথিবীর উদ্দেশে রওনা দিয়েছেন সুনীতা উইলিয়ামস । সুনীতা উইলিয়ামসকে শুভেচ্ছা জানিয়ে চিঠি ভারতের প্রধানমন্ত্রীর । 'ভারতবাসীর তরফে আপনাকে অভিনন্দন' । 'আপনার কৃতিত্বে আমরা গর্বিত' । ডোনাল্ড ট্রাম্প ও বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় আপনার স্বাস্থ্য নিয়ে খোঁজ নিয়েছিলাম' । 'ভারতের ১৪০ কোটি মানুষ আপনার সাফল্যে গর্বিত' । 'যদিও আপনি ১০০০ মাইল দূরে আছেন, তবুও আপনি আমাদের হৃদয়ে বিরাজ করছেন' । 'পৃথিবীতে ফেরার পর আমরা আপনার ভারতে আসার অপেক্ষায় রইলাম' । 'আপনার মতো প্রতিভাময়ী কন্যাকে অভ্যর্থনা জানানোর অপেক্ষায় রয়েছি', বার্তা নরেন্দ্র মোদির । মহাকাশে ৯ মাস আটকে থাকার পর পৃথিবীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন সুনীতা উইলিয়ামস। কী জানাচ্ছেন বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের টেকনিক্যাল অফিসার তরুণ দাস। আজ মহাকাশ থেকে পৃথিবীতে নামছেন সুনীতা উইলিয়ামস। গুজরাতের মেহেসনায় সুনীতার গ্রামে প্রার্থনা।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram