DA case postponed: ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের DA মামলা
ABP Ananda Live: ফের পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের DA মামলা। মার্চ মাস পর্যন্ত সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল DA মামলা।
সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ওবিসি শংসাপত্র বাতিল মামলার শুনানিও। পরবর্তী শুনানি ২৮-২৯ জানুয়ারি। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয় কয়েক লক্ষ ওবিসি শংসাপত্র। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য।
কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি, রাজ্য কোনও খামতি রাখেনি, গঙ্গাসাগর মেলা নিয়ে মমতা:
এদিকে, 'গঙ্গাসাগর মেলা উপলক্ষে মুড়িগঙ্গায় ড্রেজিং, বাড়ানো হচ্ছে গভীরতা। এতে ২০ ঘণ্টা পর্যন্ত লঞ্চে লোক যাতায়াত করতে পারবে। মেলা উপলক্ষে ২ হাজার ২৫০টি বাসের ব্যবস্থা। গঙ্গাসাগর মেলায় বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্র্যাকিং সিস্টেম। মেডিক্যাল এমার্জেন্সির জন্য থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। গঙ্গাসাগরে থাকছে ৩টি স্থায়ী হেলিপ্যাড। আমাদের লক্ষ্য প্লাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলা, এটা অভিনব, কেন্দ্র এতে কোনও সাহায্য করেনি। কাল থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে মেলা'। কোনও দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বিমা করা আছে', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।