Supreme Court Of India: 'গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক হবে না', নিট বিতর্কে জানাল সুপ্রিম কোর্ট।
Neet Exam Result: নিট-এর বিতর্কিত ১৫৬৩ জন পরীক্ষার্থীকে দুটি বিকল্প দিল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। 'হয় ফের পরীক্ষা দিতে হবে অথবা গ্রেস মার্ক বাদ দিতে হবে'। এনটিএ (NTA)-কে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। ২৩ জুন পরবর্তী পরীক্ষা, ৩০ জুনের আগে ফলপ্রকাশ। 'গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক হবে না'। কাউন্সেলিং চলবে, বন্ধ করব না, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নিটের কাউন্সেলিং শুরু হবে আগামী ৬ জুলাই। সুপ্রিম কোর্টে ফের নিট-শুনানি আগামী ৮ জুলাই। নিট-এ বিতর্কিত ৬ কেন্দ্রে ১ হাজার ৫৬৩ জন পরীক্ষার্থীকে দুটি বিকল্প দিল সুপ্রিম কোর্ট। আবার পরীক্ষা দিতে হবে, অথবা গ্রেস মার্ক বাদ দিতে হবে। ২৩ জুন ফের পরীক্ষা, ৩০ জুনের আগে ফলপ্রকাশ। নিটের প্রশ্নফাঁস মামলায় এনটিএ-র ভূমিকায় অসন্তুষ্ট পরীক্ষার্থীদের একাংশ। সিবিআই তদন্তের দাবি। সল্টলেকে বিক্ষোভ ডিএসও-র। ABP Ananda live