Neet Exam: 'কাউন্সেলিং চলবে, ভয় পাওয়ার কোনও কারণ নেই', জানাল সর্বোচ্চ আদালত | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: নিট পরীক্ষার ফল নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি । রেজাল্টকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি । রেজাল্টে গ্রেস মার্ক দেওয়া নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল আর্জিতে । শুনানিতে নিটের ২০২৪-এর কাউন্সেলিং স্থগিত রাখার বিপক্ষে মত দিল সুপ্রিম কোর্ট । কাউন্সেলিং চলবে, আমরা তা বন্ধ করব না, ভয় পাওয়ার কোনও কারণ নেই, জানাল সর্বোচ্চ আদালত । গোটা পরীক্ষাকে বাতিল করা ঠিক হবে না, জানাল সুপ্রিম কোর্ট
গ্রেস মার্ক পাওয়া ১,৫৬৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার প্রস্তাব এনটিএ-র । আগামী ২৩ জুন পরীক্ষা নিয়ে ৩০ জুনের আগে ফলপ্রকাশ করা হবে, জানাল এনটিএ

ক্যালেন্ডারে বর্ষাকাল হলেও, ভ্যাপসা গরমে নাজেহাল অবস্থা দক্ষিণবঙ্গে। বুধবার রাত থেকেই কোনও কোনও জেলায় বৃষ্টি হয়েছে। কোনও পূর্ভাবাস না থাকলেও ভিজেছে হাওড়া - হুগলি।  এরপরেও কমছে না অস্বস্তি। তবে বৃহস্পতিবার থেকে এই ভ্যাপসা গরম থেকে সাময়িক রেহাই পাবে তিলোত্তমা। জানাল আবহাওয়া দফতর। 

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। বিকেলের দিকে বজ্রবিদ্য়ুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একদিকে যখন প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গে, তখন দক্ষিণের মানুষের হাল চাতকের মতো। উত্তরবঙ্গে টানা চলছে বর্ষার বৃষ্টি। আলিপুরদুয়ার ও কোচবিহারে লাল সতর্কতা জারি হয়েছে আবহাওয়া অফিস। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর ফলে তিস্তার জল আরও বেশি ফুলেফেঁপে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা, সঙ্কোশ ও তোর্সা নদীতে জলস্তর বাড়তে শুরু করেছে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram