Aditya L1: দীর্ঘ পথ পাড়ি দিয়ে মহাকাশের নির্দিষ্ট পয়েন্টে পৌছে সূর্য-নমস্কার আদিত্য এল ওয়ানের | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: সময় ১২৫ দিন, পথ ১৫ লক্ষ কিলোমিটার। চার মাসেরও বেশি সময় ধরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মহাকাশের নির্দিষ্ট পয়েন্টে পৌছে সূর্য-নমস্কার করল আদিত্য এল ওয়ান। খুশির হাওয়া ইসরোয়। এক্স হান্ডলে ইসরোকে শুভেচ্ছা জনিয়েছেন মোদি। ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হতে হাত বাড়িয়ে দিয়েছিল কলকাতার BITM. উচ্ছ্বসিত পড়ুয়ারা।
Continues below advertisement