Suvendu Adhikari: রাজ্যে সিপিএম-কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু

Continues below advertisement

লোকসভা ভোটে (Lok Sabha Vote) পশ্চিমবঙ্গে কি একছাতার তলায় আসতে পারবে I.N,D.I.A-র শরিক দলগুলি ? তা সময় বলবে। কিন্তু, এরাজ্যের রাজনীতিতে তৃণমূল-বিরোধী লড়াইয়ের লাইমলাইট যাতে তাদের দিক থেকে সরে না যায়, তার জন্য চেষ্টার কোনও খামতি রাখতে চায় না বিজেপি। এই পরিস্থিতিতে I.N.D.I.A জোটকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গে সিপিএম-কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে।
  
শুভেন্দু বললেন, "এটা গটবন্ধন নয়, ঠকবন্ধন। গ্রুপ ৪২০। এরা এক জায়গায় মিলেছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আটকানোর জন্য। নরেন্দ্র মোদির সঙ্গে জনগণ আছে। এগুলো অপ্রাসঙ্গিক। আর পশ্চিমবঙ্গে বেঙ্গালুরু-পটনা ও মুম্বই মিটিংয়ের পরে সিপিএম-কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা ধূলিস্মাতের দিকে যাচ্ছে। নাহলে তিন মাসের ব্যবধানে ধূপগুড়িতে বামপন্থীরা, তার সঙ্গে কংগ্রেস...তাদের জোটের ৬ শতাংশ ভোট কমেছে। মানুষের কাছে এখন দু'টো রাস্তা...চোরেদের রাখব না চোরেদের সরাব। চোরেদের রাখতে গেলে পিসি-ভাইপো, চোরেদের সরাতে গেলে বিজেপি, কোনও তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে নেই।"

এনিয়ে অবশ্য সংক্ষিপ্ত জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "৪২০ জোট ইন্ডিয়া জোট নয়, জি-২০টাই ৪২০।"

প্রসঙ্গ-ধূপগুড়ি-

সম্প্রতি উত্তরবঙ্গে নিজেদের শক্তঘাঁটিতেই হারতে হয়েছে বিজেপিকে ! উপনির্বাচনে ধূপগুড়ি বিধানসভা আসনটিও বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল ! কাজে আসেনি পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে জাতীয় আবেগকে উস্কে দেওয়ার বিজেপির রণকৌশলও ! অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর পরও রাজবংশী ভোট পুরোপুরি টানতে ব্যর্থ হয় গেরুয়া শিবির। আর তারপরই প্রশ্ন উঠে যায়, উত্তরবঙ্গের যে মাটিতে ২০১৯-এর লোকসভা ভোট থেকে বিজেপি নিজের ভিত ক্রমশ শক্ত করছিল, তা কি এবার আলগা হতে বসেছে ? যদিও এদিন ধূপগুড়িতে বাম-কংগ্রেস জোটের জামানত বাজেয়াপ্ত হওয়ার প্রসঙ্গই উল্লেখ করলেন বিরোধী দলনেতা। 

 

 

সাগরদিঘিতে পারলেও, ধূপগুড়িতে তা সম্ভব হয়নি। বাম-কংগ্রেস জোটে ভরসা রাখতে পারেনি সেখানকার মানুষ ! মানরক্ষার ভোটটুকুও পাননি কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ! ধূপগুড়িতে জামানত বাজেয়াপ্ত হয় তাদের ! ধূপগুড়িতে তৃণমূলের প্রাপ্ত ভোট যেখানে ৯৭ হাজার ৬১৩, বিজেপির প্রাপ্ত ভোট - ৯৩ হাজার ৩০৪। সেখানে পেশায় শিক্ষক ও ভাওয়াইয়া শিল্পী, কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পান মাত্র ১৩ হাজার ৭৫৮টি ভোট! তা নিয়ে শুভেন্দুর খোঁচা, "তিন মাসের ব্যবধানে ধূপগুড়িতে বামপন্থীরা, তার সঙ্গে কংগ্রেস...তাদের জোটের ৬ শতাংশ ভোট কমেছে।" 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram