Suvendu Adhikari: সংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা বাদের সওয়াল শুভেন্দুর, আঁচ এবার দিল্লিতে | ABP Ananda LIVE
Continues below advertisement
সংগঠন থেকেই সংখ্যালঘু মোর্চা (Minority Cell) বাদের সওয়াল শুভেন্দুর (Suvendu Adhikari), আঁচ এবার দিল্লিতে (Delhi)। সুকান্ত-শমীকের পর এবার বিরোধিতায় সংখ্যালঘু মোর্চার সভাপতির। 'বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী। বিজেপিতে নতুন এসেছেন, শুভেন্দুর উচিত দলকে ভাল ভাবে জানা', রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতির। 'শুভেন্দু যা বলেছেন, তা হয়ত তাঁর ব্যক্তিগত মন্তব্য। বিজেপির সংখ্যালঘু মোর্চাকে কেউ শেষ করতে পারবে না', মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকির (Jamal Siddiqui)।
গত বুধবার সায়েন্স সিটিতে (Science City) বিজেপির (BJP) রাজ্য কমিটির বৈঠকে সংখ্যা লঘু মোর্চা সম্পর্কে কী বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনে নিন ভিডিওয়।
Continues below advertisement