Suvendu Adhikari: অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল
অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে কলকাতায় শুভেন্দু অধিকারীর মিছিল। রামচন্দ্রের সঙ্গে বাংলার যোগ বোঝাতে মিছিলের মূলভাবনা অকালবোধন। ধূপ-ধুনো জ্বালিয়ে, ঢাক বাজিয়ে দুর্গা প্রতিমা নিয়ে শোভাযাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির। মিছিলের জন্য কলকাতা হাইকোর্টের অনুমতি পেয়েছে আয়োজক শ্রীরাম সেনা। পোস্তার বৈকুণ্ঠপুর মন্দির থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন অ্যাভিনিউয়ের রাম মন্দির পর্যন্ত যাবে এই শোভাযাত্রা।
Tags :
Ayodhya Ram Mandir Ayodhya Ka Ram Mandir SUVENDU ADHIKARI Ram Mandir Inauguration Date Ram MAndir Ram Lalla Pran Pratishtha Ram Mandir Opening Date Ayodhya Ram Mandir Donation Ayodhya Ram Mandir Photo