Swasthya Sathi: 'স্বাস্থ্য়সাথী কার্ড ফেরালে লাইসেন্স বাতিল', বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমকে হুঁশিয়ারি রাজ্য স্বাস্থ্য দফতরের

স্বাস্থ্য়সাথী কার্ড ফেরালে লাইসেন্স বাতিল। রোগী প্রত্যাখ্যানে রিনিউ করা হবে না লাইসেন্স। পরিষেবা না দিলে প্রত্যাহারও করা হতে পারে লাইসেন্স। বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমকে এমনই কড়া হুঁশিয়ারি রাজ্যের। রাজ্যে ক্লিনিকাল এস্টাব্লিসমেন্টড আইনের উল্লেখ করে হুঁশিয়ারি। 'আইন অনুযায়ী সরকারি প্রকল্পের অংশ হওয়া বাধ্যতামূলক।' রোগী প্রত্যাখ্যানে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে স্বাস্থ্য দফতর। আইনের ৭ নম্বর ধারা ৩ (ডব্লু) উপধারার উল্লেখ করে বিজ্ঞপ্তি। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola