Swasthya Sathi: 'স্বাস্থ্যসাথী কার্ডের কোনও রোগীকে ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতাল', কড়া বার্তা রাজ্য স্বাস্থ্য কমিশনের| Bangla News

Continues below advertisement

স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে এমন কোনও রোগীকে ফেরাতে পারবে না বেসরকারি হাসপাতাল। চিকিৎসা করতে হবে রাজ্য সরকারের বেঁধে দেওয়া প্যাকেজেই। ওষুধ, পরীক্ষা-নিরীক্ষা এবং ইমপ্ল্যান্টের ক্ষেত্রে বিল করতে হবে সরকারি হাসপাতালের ন্যায্য মূল্য়ের রেটে। কড়া বার্তা দিল স্বাস্থ্য কমিশন। 

স্বাস্থ্যসাথী কার্ড (Swasthya Sathi Card) না নিয়ে রোগী ফেরানোর অভিযোগ। ৭টি বেসরকারি হাসপাতালকে শোকজ করল রাজ্য স্বাস্থ্য কমিশন। ৩ নভেম্বরের মধ্যে জবাব তলব করা হয়েছে। গত দেড় মাসে ১০টি অভিযোগ স্বাস্থ্য কমিশনে জমা পড়েছে। তার মধ্যে ৩ নভেম্বর ৭টি মামলার শুনানি হবে।

রাজ্যের সরকারি হাসপাতালে নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়ার দিন কি শেষ? স্বাস্থ্য দফতরের নির্দেশিকা ঘুরে সেই প্রশ্নই ঘুরছে নানা মহলে। সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার জন্য স্বাস্থ্যসাথী সহ ৪টি কার্ডকে বাধ্য়তামূলক করা হয়েছে। তা নিয়ে সরব হয়েছে বিভিন্ন মহল। এবিষয়ে সরকার পক্ষের কোনও বক্তব্য মেলেনি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram