Cyclone Michaung: মিগজাউমের দাপটে তছনছ তামিলনাড়ু, বিপর্যস্ত তামিলনাড়ুর গ্রাউন্ড জিরোয় এবিপি আনন্দ
Continues below advertisement
ABP Ananda LIVE : মিগজাউমের দাপটে তছনছ তামিলনাড়ু। এখনও পর্যন্ত ১৭ জনের মৃ্ত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। নিখোঁজ কয়েকজন। বহু এলাকা এখনও বিদ্যুৎহীন। অভিজাত পোয়েস গার্ডে ন হোক বা সাধারণ মানুষের মহল্লা। সব জায়গাতেই আঘাত হেনেছে মিগজাউম। উঠেছে ত্রাণ-সঙ্কটের অভিযোগ। বিপর্যস্ত তামিলনাড়ুর গ্রাউন্ড জিরোয় এবিপি আনন্দ।
Continues below advertisement