৩ মাস পর রথের দিন খুলছে তারাপীঠ মন্দির, কী কী নিয়ম মানতে হবে?
Continues below advertisement
৩ মাস বাদে রথযাত্রার দিন পুণ্যার্থীদের জন্য খুলছে তারাপীঠ মন্দির। তবে গর্ভগৃহে ঢুকতে পারবেন না ভক্তরা। বাইরে থেকে দর্শন করতে হবে বিগ্রহকে। সামাজিক দূরত্ববিধি মেনে লাইন দিতে হবে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মন্দির চত্বরে বসানো হয়েছে তিনটি স্যানিটাইজেশন টানেল। সেগুলির মধ্যে দিয়েই মন্দিরে ঢুকতে হবে দর্শনার্থীদের।
Continues below advertisement
Tags :
Sanitization Tunnel Tarapith Mandir Ratha Yatra Social Distancing Abp Ananda Unlock One Coronavirus Covid-19