লকডাউনে টেকনিশিয়ানদের ৩ মাসের বকেয়া টাকা বাকি! জি ও সান বাংলার শ্যুটিং বন্ধ রাখার নির্দেশ ফেডারেশনের
লকডাউনে সময় টেকনিশিয়ানদের বকেয়া টাকা এখনও না মেটানোয় জি বাংলা ও সান বাংলার শ্যুটিং বন্ধ রাখার নির্দেশ দিল ফেডারেশন। লকডাউনে সময় ৩ মাসের পারিশ্রমিক চ্যানেলের পক্ষ থেকে টেকনিশিয়ানদের দেওয়ার কথা ছিল, তা এখনও পর্যন্ত মেটানো হয় নি। তাই শুক্রবার সকালে শ্যুটিং শুরু হলেও পরে তা বন্ধ রাখার নির্দেশ দেয় ফেডারেশন।